
ছবি: সংগৃহীত
সিনিয়র এক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা, অপমানজনক ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে আজ বুধবার (১৪ মে) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদি গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক ও সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া এজাহারে উল্লেখ করেন, গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠি গ্রামের মৃত মোস্তফা ফকিরের ছেলে টিএম তুহিন ওরফে তুহিন ফকির (৩৮) তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডি থেকে একাধিক অশালীন, কটুক্তিপূর্ণ ও মিথ্যা পোস্ট করে।
এসব পোস্টে সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া তার পরিবার এবং এলাকার এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভিত্তিহীন, অবমাননাকর এবং আপত্তিকর ভাষায় মন্তব্য করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ৮ মে গৌরনদীতে স্থানীয় এক মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলনে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন এবং সংবাদ প্রকাশিত হয়। এরপর অভিযুক্ত তুহিন ফকির ওই সংবাদকে কেন্দ্র করে তার ব্যক্তিগত (টিএম তুহিন) নামের ফেসবুক আইডি থেকে একাধিক পোস্টে সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়াকে মাদক ব্যবসায়ী, অনৈতিকভাবে অর্থ উপার্জনকারী বলে অপপ্রচার করে।
একইসাথে সংবাদ সম্মেলনকারী মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে কুক বলেও আক্রমণ করা হয়।
সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া বলেন, আমি চার দশক ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত রয়েছি। আমার বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের অপপ্রচারে আমার পরিবারকে সামাজিক এবং আমার পেশাগত মর্যাদাকে আঘাত করা হয়েছে।
বরিশালে কর্মরত অসংখ্য গণমাধ্যম কর্মী ও গৌরনদী প্রেসক্লাবের একাধিক সদস্যরা সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়া বিগত ৩৮ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, সমকাল ও প্রথম আলোর মতো জাতীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে তিনি মাইটিভির গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত ও গৌরনদী প্রেসক্লাবের চার বারের সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি প্রেসক্লাবের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসিফ