ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

মো সাইফুল ইসলাম,আখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১২:৩০, ১৪ মে ২০২৫; আপডেট: ১২:৩৩, ১৪ মে ২০২৫

সীমান্তে বিজিবির অভিযান: সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ছবি:সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী ফকিরবাজার এলাকা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ মে) সকালে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন গংগাসাগর বিওপি’র একটি টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চোরাচালানবিরোধী এই অভিযানে মালিকবিহীন অবস্থায় প্রায় চার কোটি সাতচল্লিশ লক্ষ ছত্রিশ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। এসব পণ্য বর্তমানে আখাউড়া কাস্টমস হাউজে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবি সর্বদা সজাগ রয়েছে। নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার অংশ হিসেবেই এই মালামাল জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সীমান্তবর্তী এলাকায় মোবাইল যন্ত্রাংশসহ বিভিন্ন ভারতীয় পণ্যের চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো। বিজিবি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর অভিযান চলবে।
 

×