
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে হাতেম আলী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাতেম আলী ওই গ্রামের মো: ছাফের আলীর ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি পল্লিচিকিৎসক হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে আকাশ মেঘলা ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই হাতেম আলী নিজের জমিতে ধান কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো: মদিনা আলী বলেন, ‘ধান কাটতে গিয়ে বজ্রপাতে হাতেম আলীর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।’
ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারকে সান্ত্বনা জানাতে তাঁদের বাড়িতে যান।
মিরাজ খান