ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

এইচ এম মোনায়েম খান, সিরাজগঞ্জ

প্রকাশিত: ১৫:০৬, ১৪ মে ২০২৫

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল

ছবি: দৈনিক জনকন্ঠ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় সাম্যর নিজ জেলা সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

বুধবার (১৪ মে) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে সরকারি কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতৃবৃন্দ। 

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভাষানী মিলনায়তনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদল ও সরকারি কলেজ ছাত্রদলের নেতা কর্মীরা অংশ নেয়। 

এসময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, নিহত সাম্য সিরাজগঞ্জের একজন মেধাবী সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত হত্যাকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা। অন্যথায় তারা বৃহৎ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

নিহত সাম্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সড়াতৈল গ্রামে। বাদ এশা নিজ এলাকা সড়াতৈল গ্রামে জানাজা শেষে তাকে দাফন করা হবে। 

মিরাজ খান

×