
ছবি:সংগৃহীত
কুমিল্লার হোমনায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে মিরাজ (৩৩) কে তিতাস থানায় করা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে হোমনা থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন,হোমনা থানার অফিসার ইনচার্জ(ওসি)নাজমুল হুদা৷
মঙ্গলবার(১৩ মে) রাত সোয়া ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীমদ্দি মোড়ের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷
মেহেদী হাসান মিরাজ পৌরসভার ৮নং ওয়ার্ডের শ্রীমদ্দি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, তিতাস থানায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ওরফে মিরাজ এজাহারনামীয় আসামি ছিলেন। মামলাটির তদন্তের অংশ হিসেবে হোমনা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরে আইনগত প্রক্রিয়া শেষে তিতাস থানায় হস্তান্তর করা হয়৷
আলীম