ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাস, আহত অর্ধশতাধিক

জবি সংবাদদাতা

প্রকাশিত: ১৪:২৬, ১৪ মে ২০২৫; আপডেট: ১৪:২৭, ১৪ মে ২০২৫

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের লাঠিচার্জ-টিয়ারগ্যাস, আহত অর্ধশতাধিক

তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী যমুনা ভবনের উদ্দেশ্যে লং মার্চ শুরু করেন। মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে পৌঁছালে পুলিশ তাদের উপর অতর্কিতে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গরম পানি, সাউন্ড গ্রেনেড ও একাধিক টিয়ারশেল ছোড়ে। আহতদের মধ্যে রয়েছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন লিমন, ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি সোহান ফরাজি এবং দৈনিক সংবাদের প্রতিনিধি মেহেদী।

আহত সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, “ছাত্রদের ন্যায্য দাবির আন্দোলনে পুলিশের এই বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দাবি আদায় ও বিচার না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”

জবি প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “আমার সহকারী প্রক্টরের ওপরও আঘাত করা হয়েছে। পুলিশের আচরণ অমানবিক। প্রশাসনের পক্ষ থেকে আমরা এই ঘটনার তদন্ত ও বিচার চাই।”

রমনা বিভাগের ডিসি মাসুদ বলেন, “যমুনা ভবনের সামনে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিয়েছে।”

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো:
১. জবি শিক্ষার্থীদের ৭০ শতাংশের জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন ভাতা চালু করা।
২. ২০২৫-২৬ অর্থবছরে জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন।
৩. দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন দিয়ে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

এই ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নুসরাত

×