ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

ঢাবি শিক্ষার্থী সাম্যর ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:২৭, ১৪ মে ২০২৫

ঢাবি শিক্ষার্থী সাম্যর ময়নাতদন্ত সম্পন্ন

ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ ময়নাতদন্ত শেষ হয়। এরপর তার মৃতদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হয়।

এরআগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম। তিনি উল্লেখ করেন, সাম্যর ডান পায়ের রানের পিছনের অংশে কাটা যখম রয়েছে। এছাড়া পিঠের মাঝ বরাবর লালচে দাগ রয়েছে। 

মর্গে নিহত সাম্যর বাবা মো. ফখরুল আলম বলেন, গতপরশু ছেলের সাথে ফোনে কথা বলেছিলাম। তখনও সে আমাকে বলল, বাবা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। এরপর কাল রাতেই আমার ছেলের মৃত্যুর খবর আসল।

তিনি বলেন, আমার ছেলে খুবই ঠান্ডা স্বভাবের ছিল। কারও সাথে কোনো ঝামেলায় জড়াত না। বিগত আওয়ামী লীগ শাসনামলে সে হলেও থাকতে পারেনি; ওর বড় ভাই ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ছিল বলে। ৫ আগস্টের পর সে হলে সিট পেয়েছে। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সামনে শুধু বাইকে ধাক্কা লাগার মত তুচ্ছ কারণে এমন ঘটনা ঘটায়নি তারা। ওকে মেরে ফেলার জন্য পূর্বপরিকল্পিভাবেই এটি করেছে। আমি আমার ছেলে হত্যার সর্বোচ্চ বিচার চাই। ভবিষ্যতে যাবে আর কোনো মায়ের বুক খালি না হয়।

স্বজন ও সহপাঠীরা জানান, ময়নাতদন্ত শেষে তার লাশ ঢাবিতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় মসজিদের পাশে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ গ্রামের বাড়ি সিরাজগঞ্জ নিয়ে যাওয়া হবে। সেখানেই দাফন করা হবে সাম্যকে।

নুসরাত

আরো পড়ুন  

×