ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

প্রশ্ন এনসিপি নেতা শিশিরের

সাম্য হত্যার ঘটনায় যদি ঢাবি ভিসির পদত্যাগ করতে হয়, দলীয় কোন্দলে বিএনপির নেতাকর্মী খুনের দায়ে তারেক রহমান পদত্যাগ করবেন কি?

প্রকাশিত: ১২:৪৩, ১৪ মে ২০২৫; আপডেট: ১২:৫০, ১৪ মে ২০২৫

সাম্য হত্যার ঘটনায় যদি ঢাবি ভিসির পদত্যাগ করতে হয়, দলীয় কোন্দলে বিএনপির নেতাকর্মী খুনের দায়ে তারেক রহমান পদত্যাগ করবেন কি?

সাম্য হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। আজ বুধবার (১৪ মে) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে প্রশ্ন তোলেন।

শিশির লিখেছেন, “সাম্য হত্যার ঘটনার দায়ে যদি ঢাবি ভাইস চ্যান্সেলর পদত্যাগ করতে হয়, তাহলে গত আট মাসে বিএনপির দলীয় কোন্দলে ৮০ নেতাকর্মী খুনের দায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পদত্যাগ করবেন কী?”

তিনি বলেন, “নীতিটি নিজেদের ক্ষেত্রেও মানা হোক, কী বলেন? মেধাবী সংগঠন ছাত্রদল কী বোঝাতে চাইছে? ভাইস চ্যান্সেলর কি সাম্যকে খুন করেছেন, নাকি তিনি কাউকে দিয়ে খুন করিয়েছেন—এমন কোন তথ্য কি প্রকাশিত হয়েছে?”

শিশির আরও উল্লেখ করেন, “লাশ নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করুন। জুলাই যোদ্ধা সাম্য হত্যার বিচার চাই।”

উল্লেখ্য, সম্প্রতি ঢাবির এক ছাত্রনেতা সাম্যর হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ছাত্র রাজনীতি অঙ্গন। একাধিক ছাত্র সংগঠন উপাচার্যের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছে।

নুসরাত

×