ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান!

এনামুল হক এনা, উপকূলীয় প্রতিনিধি, বরিশাল

প্রকাশিত: ১৬:১৯, ১৪ মে ২০২৫

আ’লীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন ইউপি চেয়ারম্যান!

ছবি: জনকণ্ঠ

অসুস্থ্যতার কারণ দেখিয়ে পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আব্দুল আজীজ হাওলাদার। 

আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়ন পরিষদ ভবনে সংবাদ সম্মেলন করে সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এ নেতা। তিনি বর্তমানে রনগোপালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ সময় তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমি আব্দুল আজিজ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়ন শাখা। ২০১২ সাল থেকে এই পর্যন্ত আমি এই ইউনিয়নে আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করে আসছি। বিগত কয়েক বছর ধরে আমার শারীরিক অবস্থা অবনতি হলেও সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছা পোষণ করলেও দলীয় বিভিন্ন সমস্যার কারণে তা করা সম্ভব হয়নি। বর্তমানে আমার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয়েছে যে এই দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব না।

তিনি আরো বলেন, আমি আমার ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে  বাংলাদেশ আওয়ামীলীগের পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নম্বর রনগোপালদী ইউনিয়ন শাখার সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম। এখন থেকে আ"লীগের সাথে আমার কোন সম্পর্ক নাই এবং ভবিষ্যতেও থাকবে না। এ সময় তিনি সাংবাদিকদের লেখা ও প্রচারের মাধ্যমে দলটির সভাপতির পদ থেকে তার পদত্যাগের বিষয়টি দেশবাসীকে জানিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

এসইউ

×