
ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বজ্রপাতে নিরব (১৪) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে বন্দর উপজেলার কাজীপাড়া কামড়াব নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরব সৌদি প্রবাসী আফজাল মিয়ার ছেলে এবং স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নিরব স্কুল থেকে বাসায় ফেরার পর পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ প্রচণ্ড ঝড় ও বজ্রপাত শুরু হয়। নিরব পানিতে ডুব দেওয়ার পর আর উঠতে পারেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার নানা কবির হোসেন তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন।
পরবর্তীতে তাকে প্রথমে আবুল বাশার হাসপাতাল ও পরে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে এখনও অবগত নই। বিস্তারিত তথ্য পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রাণহানির এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দেশে চলমান বজ্রপাতে বিশেষজ্ঞগণ সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
নোভা