ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ 

প্রকাশিত: ০০:৫৮, ১৫ মে ২০২৫; আপডেট: ০১:০১, ১৫ মে ২০২৫

অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জ জেলার বাহুবলে প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ওষুধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে ফেসবুকে ভাইরাল করার ঘটনার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২৫ লোক আহত হয়েছেন। বুধবার (১৪ মে) বিকেল ৫টার জেলার বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। 
জানা যায়, নারিকেলতলা গ্রামের পশ্চিম পাড়ার শাহ্ লাল মিয়ার ছেলে শাহ্ তোফায়েল মিয়া (৩০) ও একই গ্রামের হাজী বাড়ির প্রবাসী নাসির মিয়ার স্ত্রীর সাথে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠে। এরই মধ্যে কোন এক সময় প্রবাসীর স্ত্রীকে চেতনাশক ওষুধ সেবন করিয়ে অশ্লীল ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মধ্যে ভাইরাল হয়। এ ঘটনায় হাজী বাড়ি ও পশ্চিম পাড়ার লাল মিয়ার লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। 

এর জের ধরে বুধবার বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধা ঘন্টা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে মোতালিব মিয়া (৩৫), আব্দুল আহাদ (৬০), আব্দুল হক (৫৫), ইমাম উদ্দিন (৫০), শফিক মিয়া (৩৫), আব্দুল মন্নান (৫৫), ছাইম উল্লাহকে (৬০) বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মন্নানকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। 

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন- নারী সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ঘটনাস্থলে বাহুবল মডেল থানার একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নোভা

×