ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

লালমনিরহাটে পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করলেন সম্মান শ্রেণির পরীক্ষার্থী

মাহফুজ রহমান, লালমনিরহাট

প্রকাশিত: ০০:৫৭, ১৫ মে ২০২৫; আপডেট: ০০:৫৯, ১৫ মে ২০২৫

লালমনিরহাটে পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করলেন সম্মান শ্রেণির পরীক্ষার্থী

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধায় সম্মান শ্রেণির পরীক্ষা দিতে এসে সন্তান প্রসব করেছেন হাজেরা খাতুন নামে এক শিক্ষার্থী। 

বুধবার দুপুরে তিনি হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পূত্র সন্তানের জন্ম দেন।হাজেরা খাতুন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবজরা গ্রামের আবদুর রশিদের স্ত্রী। 

পরিবার সূত্রে জানাযায়, হাজেরা খাতুন হাতীবান্ধা সরকারি আলীমুদ্দিন কলেজের সম্মান শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরীক্ষার দিন সকালে কেন্দ্রে পৌঁছানোর পূর্বেই তার প্রসব বেদনা শুরু হয়। দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর তিনি পূত্র জন্ম দেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনারুল হক জানান, পরিক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন হাজেরা খাতুন নামে সম্মান শ্রেণির পরীক্ষার্থী । বর্তমানে মা ও নবজাতক উভয়েই সুস্থ্য আছেন।

সরকারি আলীমুদ্দিন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরীক্ষা নিয়ন্ত্রক মোজাম্মেল হক জানান, হাজেরার পরিবারের পক্ষ থেকে বিষয়টি জেনে তাকে আমরা দ্রুত  হাসপাতালে নিয়ে যাই পরে সেখানে তার বাচ্চা প্রসব হয়। এরপর সে কলেজে গিয়ে মাইক্রোবাসে বসে ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহন করে।
 

এসএফ 

×