ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

রাজশাহীতে গরু ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ২১:২৪, ১৪ মে ২০২৫

রাজশাহীতে গরু ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৫০) নামের এক গরু ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে একটি আমবাগান থেকে লাশ উদ্ধার করা হয়। তিনি আরিফপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাদেক হোসেনের সৎভাই কামাল হোসেনের স্ত্রী চায়না, তাঁর ছেলে চন্দন এবং সাদেকের বোন সফেলাকে থানায় নিয়ে গেছে।
বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্যানেল

×