ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২১:২২, ১৪ মে ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) গংগাসাগর বিওপি কর্তৃক ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার  টাকা মূল্যের উন্নতমানের ভারতীয় বিভিন্ন প্রকারের মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি সদস্যরা। সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার বুড়িচং উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা ফকিরবাজার নামক স্থান হতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪ কোটি ৪৭ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের বিপুল পরিমান বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। জব্দকৃত মালামাল আখাউড়া কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি।

 

প্যানেল

×