ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

কুষ্টিয়ায় স্ত্রী ও সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা, স্ত্রীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

প্রকাশিত: ২১:৩০, ১৪ মে ২০২৫

কুষ্টিয়ায় স্ত্রী ও সন্তানকে কুপিয়ে আত্মহত্যার চেষ্টা, স্ত্রীর মৃত্যু

কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও আছড়িয়ে হত্যার চেষ্টা করেছেন মামুন আলী (৩০) নামের এক যুবক। পরে তিনি নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে স্ত্রী মেঘলা খাতুনের (২২) মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায়। বর্তমানে মামুনসহ তার দেড় বছর বয়সী মেয়ে জান্নাত ও চার বছর বয়সী মেয়ে কুলসুম হাসপাতালে চিকিৎসাধীন। মামুন আলী পেশায় একজন রং মিস্ত্রি। তিনি হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে।  
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. রাজিব হাসান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ১১টার দিকে মেঘলা খাতুনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুর অবস্থাও আশঙ্কাজনক। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

প্যানেল

×