ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

রাজশাহী পুঠিয়ায় ১২ মামলার আসামি সন্ত্রাসী সাব্বির গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৬:৩০, ১৪ মে ২০২৫

রাজশাহী পুঠিয়ায় ১২ মামলার আসামি সন্ত্রাসী সাব্বির গ্রেফতার

রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ১২ মামলার পলাতক আসামি সাব্বিরকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব বলছে, গ্রেফতার সাব্বির এলাকার একজন সন্ত্রাসী এবং ছিনতাই-চাঁদাবাজ চক্রের মূল হোতা।

মঙ্গলবার দিবাগত রাতে নিজ এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করে র‌্যাব-৫ এর সিপিএসসি রাজশাহীর একটি দল। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব জানায়, সাব্বিরের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। এসব মামলার মাথায় নিয়ে সে আত্মগোপনে ছিলো। এলাকায় ফেরার খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আসামিকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

রাজু

×