
ছবি: সংগৃহীত।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য (২৫)। মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে শাহবাগ থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজধানীর রাজাবাজারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।
এক সংবাদ সম্মেলনে ওসি খালিদ মুনসুর বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আমরা আমাদের ভবিষ্যৎ মনে করি। শাহরিয়ার সাম্যের হত্যাকাণ্ড আমাদের ব্যক্তিগত ভাবেও দুঃখিত করেছে। এই ঘটনার পেছনে মাদকের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত শাহবাগ গড়ে তোলার জন্য যা যা করা দরকার, আমরা করব। মাদকের সঙ্গে পুলিশের কেউ যদি জড়িত থাকে, তাহলেও তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি জানান, ইতোমধ্যেই শাহবাগ ও এর আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। কয়েকদিন আগে পুলিশের পাশাপাশি র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ম্যাজিস্ট্রেটদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “প্রতিদিনই অভিযান হচ্ছে, গ্রেফতারও হচ্ছে, কিন্তু একটি দীর্ঘমেয়াদি সমন্বিত উদ্যোগ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।”
তিনি অভিযোগ করেন, সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ এলাকাকে কেন্দ্র করে গাঁজার আসর নিয়মিত বসে, যা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে।
“উদ্যানের গেটগুলো রাতেও খোলা থাকে, যেখানে ছিনতাই, মাদক সেবন এবং অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে। যদিও উদ্যানটি গণপূর্ত বিভাগের (PWD) আওতাধীন, তবে আমরা প্রক্টর অফিস ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় গেট নিয়ন্ত্রণের বিষয়ে উদ্যোগ নেব,”— বলেন ওসি।
তিনি আরও জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বর্তমানে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন, তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে ওসি বলেন, “আপনারা আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন, সচেতনতা বৃদ্ধির কাজেও অংশ নিন। কাউন্সেলিং, সচেতনতামূলক কর্মসূচি, গেট ব্যবস্থাপনা— সবই আমরা সমন্বিতভাবে করতে চাই। মাদকমুক্ত শাহবাগ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
নিহত শাহরিয়ার সাম্যের ঘটনায় পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। এই হত্যাকাণ্ড ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদারের দাবি জোরালো হয়েছে।
নুসরাত