ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামিসহ গ্রেফতার ২

শামীম রায়হান, দাউদকান্দি, কুমিল্লা

প্রকাশিত: ১২:৩০, ১৪ মে ২০২৫; আপডেট: ১২:৩৩, ১৪ মে ২০২৫

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ২২ মামলার আসামিসহ গ্রেফতার ২

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে ২২টি মামলার আসামি আল মামুন ও তার সহযোগী আব্দুল কাদেরকে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৪ মে) দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আল মামুন ও তার সহযোগী আব্দুল কাদেরকে আটক করে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় আল মামুনের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী।

আটককৃত আল মামুন কুমিল্লার তিতাস উপজেলার ষোলাকান্দি গ্রামের মকবুল মেম্বারের ছেলে। অপর আটককৃত ব্যক্তি আব্দুল কাদের ভোলা জেলার বাসিন্দা হলেও বর্তমানে গৌরীপুর এলাকায় বসবাস করে।

মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান, “আল মামুনকে গত সোমবার (২৪ ফ্রেব্রুয়ারী) বিপুল পরিমাণ মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হলেও জামিনে এসে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে পূর্বেও হত্যা, ডাকাতি, মাদক ও অপহরণসহ মোট ২২টি মামলা রয়েছে। এছাড়া সে প্রকাশ্যে ইয়াবা, ফেনসিডিল ও মদ বিক্রি করে এবং একটি কিশোর গ্যাং পরিচালনা করেন বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে। বুধবার (১৪ মে) দুপুরে আটক দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

মিরাজ খান

×