
ছবি: দৈনিক জনকন্ঠ
ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে শ্বশুর আব্দুল মতিন (৭৪) কে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে।
বুধবার (১৪ মে) সকালে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুল মতিন উপজেলার লক্ষিকুড়া গ্রামের মৃত নগর আলীর পুত্র। এ ঘটনায় আব্দুল মতিনের মেয়ের জামাতা, নেওয়াজ খানের পুত্র আরশাদ আলী (৪২) কে আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার ভোরে মসজিদে যাওয়ার সময় লক্ষীকুড়া এলাকার (মেনংছড়া-রাবার ড্যাম) ইটের সলিং রাস্তার মধ্যে মুসল্লিরা রক্ত দেখতে পায়। পরে অযু করার সময় নূরুল ইসলামের পুকুরপাড়ে ঝোপের মধ্যে উপুড় করা উলঙ্গ অবস্থায় এক ব্যক্তির লাশ দেখে থানা পুলিশকে খবর দেয়। স্থানীয়রা আরো জানায়, দীর্ঘদিন ধরে আব্দুল মতিনের সঙ্গে তার জামাতা আরশাদ আলীর জমি নিয়ে পারিবারিক কলহ ছিল।
পুলিশ জামাতা এরশাদ আলীর তথ্যে, পুকুর থেকে নিহতের মোবাইল ও হত্যায় ব্যবহার করা ইউক্যালিপটাস গাছের ডাল ও রক্তমাখা লুঙ্গি আলামত হিসেবে জব্দ করেছে।
হালুয়াঘাট থানার ওসি তদন্ত রাজন চন্দ্র পাল বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ বিষয়ে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
মিরাজ খান