ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আমাকে নিতে হলে পেমেন্ট করে নিতে হবে, আমি একজন আর্টিস্ট: সুমাইয়া রিমু

প্রকাশিত: ১১:১৭, ১৪ মে ২০২৫

আমাকে নিতে হলে পেমেন্ট করে নিতে হবে, আমি একজন আর্টিস্ট: সুমাইয়া রিমু

বর্তমান সময়ের আলোচিত সোশ্যাল মিডিয়ার ভাইরাল অভিনেত্রী সুমাইয়া রিমু। সম্প্রতি এক  বেসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, আমাকে নিলে পেমেন্ট দিয়ে নিতে হবে, কারণ আমি একজন আর্টিস্ট। আমাকে ওইভাবেই নিতে হবে, আমি কোন ইউটিউবার না বা উড়ে এসে জুরে বসা কোন টিকটকার না যে ফ্রি'তে ইন্টারভিউ নিবেন আমার আর খুশি হয়ে যাব আমি। আমার অনেক কাজ আছে।

 

সূত্রঃ https://www.facebook.com/share/r/1BVbLPNdjv/

রিফাত

×