ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

একসাথে থাকলেও একা কেন লাগে? সম্পর্ক টিকিয়ে রাখার অজানা সত্য

প্রকাশিত: ১৩:১৪, ১৪ মে ২০২৫

একসাথে থাকলেও একা কেন লাগে? সম্পর্ক টিকিয়ে রাখার অজানা সত্য

ছবি: সংগৃহীত।

বর্তমান ব্যস্ত নাগরিক জীবনে সম্পর্কগুলোর মধ্যে যেন এক অদৃশ্য দূরত্ব তৈরি হচ্ছে। দিন শেষে একসাথে বাড়ি ফেরা, এক বিছানায় ঘুমানো কিংবা একসাথে খাবার খাওয়া—এসব তো দৈনন্দিনতার অংশ। কিন্তু প্রশ্ন হলো, এত কাছাকাছি থেকেও কেউ কেউ কেন ভেতরে ভেতরে একাকীত্বে ভোগে?

সম্প্রতি মনোবিজ্ঞানী ও সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র শারীরিক উপস্থিতি নয়, মানসিক সংযোগ এবং আবেগের আদান-প্রদানই একটি সম্পর্কের আসল ভিত গড়ে তোলে। তারা মনে করেন, সঙ্গীর পাশে থেকেও যদি কেউ তার মনের কথা না শুনতে পারেন, তার অভিমান না বুঝতে পারেন, তাহলে সম্পর্কের গভীরতা নিয়ে ভাববার সময় এসেছে।

একজন সম্পর্ক বিশেষজ্ঞের ভাষায়, “ভালোবাসা শুধু ‘ভালোবাসি’ বললেই হয় না, তা অনুভবেও প্রকাশ পায়। কেউ যদি তার সবচেয়ে কাছের মানুষটির কাছেই নিজের ভেতরের ভয়, স্বপ্ন, হতাশা ভাগ করে নিতে না পারে—তাহলে সেই সম্পর্ক কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠবেই।”

তাই আজকের দিনে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সময় দেওয়ার পাশাপাশি মনোযোগ দেওয়া। জানতে চাওয়া—"তুমি কেমন আছো?", এবং মন খুলে সেই উত্তর শোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে সময় না দিয়ে বরং কাছের মানুষটির চোখে চোখ রেখে কথা বলাটাই হতে পারে সবচেয়ে জরুরি সম্পর্কচর্চা।

একই ছাদের নিচে থেকেও কেউ যদি একা অনুভব করে, তবে তা শুধুই ‘সহবাস’, প্রকৃত অর্থে নয় ‘সহজীবন’। সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে যত্ন, অনুভব ও আন্তরিক উপস্থিতিই পারে দূরত্ব কমাতে।

আজ একটু সময় বের করুন, কথা বলুন, অনুভব করুন—কারণ, সম্পর্কের সৌন্দর্য ঠিক এখানেই।

নুসরাত

×