ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সাম্য হত্যায় ’অপরাজেয় ৯৮’- এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১৩:০৬, ১৪ মে ২০২৫

সাম্য হত্যায় ’অপরাজেয় ৯৮’- এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

আমাদের সহপাঠী ও বন্ধু শাহরিয়ার আলম সাম্য, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের মেধাবী শিক্ষার্থী ও এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, গতকাল (১৩ মে) রাতের আধারে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন। এই ঘৃণ্য হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই অপরাধীদের। অবাধ বিচরণ লক্ষ করা যাচ্ছে। আমরা 'অপরাজেয় ৯৮' পরিবার, এই নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

যদিও এই হত্যাকাণ্ডের অভিযুক্ত সন্ত্রাসীরা বহিরাগত, কিন্তু পাশেই পুলিশ প্রশাসন থাকার পরও এই হত্যাকাণ্ড প্রতিরোধ না হওয়া এবং অপরাধীদের দীর্ঘদিনের দৌরাত্ম্য প্রমাণ করে, নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা এবং অবহেলা। একই সঙ্গে আমরা জোর দিয়ে বলছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দায় এড়াতে পারে না।

বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। অথচ বহিরাগতদের অবাধ বিচরণ, নিরাপত্তাহীনতার স্থায়ী অবস্থা এবং সোহরাওয়ার্দী উদ্যান অঞ্চলের অপরাধপ্রবণতা নিয়ে প্রশাসনের কার্যকর কোনো ব্যবস্থা নেই বললেই চলে।

আমরা জোর দাবি জানাচ্ছি:

১. সাম্য হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. বিশ্ববিদ্যালয় এলাকায় সকল বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

৩. আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মিলে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অব্যাহত অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। সাকি

৪. শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে স্থায়ী উদ্যোগ নিতে হবে।

৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিহত সাম্যের পরিবারের পাশে দাঁড়াতে হবে, প্রয়োজনীয় আর্থিক, মানসিক ও আইনি সহায়তা দিতে হবে। ২০১৮-১৯ সেশন

এই হত্যাকাণ্ড আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা জানি, সাম্য আর ফিরবে না। কিন্তু তার রক্ত যেন আর কোনো শিক্ষার্থীর জন্য ঝরতে না হয়, এই দায় আমাদের সবার।

নুসরাত

আরো পড়ুন  

×