ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

স্টাফ রিপোর্টার,কক্সবাজার

প্রকাশিত: ১২:১৭, ১৪ মে ২০২৫

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন

ছবি:সংগৃহীত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে নিহত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) রাতে ১৯ নং রোহিঙ্গা ক্যাম্পের এ/৭ ব্লকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী, নিহত রেহেনাকে (২৯) নিজের ঘরে বাকবিতন্ডার একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম (৩১) উপর্যুপরি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ৮ এপিবিএনের একটি টহল দল ওই ব্লকের আশ্রিত আব্দুস শুক্কুরের পুত্র নুরুল ইসলামকে আটক করে।

নুরুল ইসলামের প্রতিবেশীরা জানান, রেহেনা অন্য এক পুরুষের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকায় তার স্বামী ক্ষিপ্ত ছিলো। বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি  বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহের কারণে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।

আলীম

×