ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুর রামগঞ্জে কুপিয়ে ও গলা কেটে বৃদ্ধাকে হত্যা, এলাকায় আতঙ্ক

মহিউদ্দিন মুরাদ, নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর।

প্রকাশিত: ০৮:২৪, ১৪ মে ২০২৫

লক্ষ্মীপুর রামগঞ্জে কুপিয়ে ও গলা কেটে বৃদ্ধাকে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালুপুর এলাকায় রাজিয়া বেগম নামে ৬৫ বছর বয়সী বৃদ্ধাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি রামগঞ্জ উপজেলার কালুপুর এলাকার স্থানীয় এবায়েদুল্লাহ কারী সাহেবের বাড়ির বাসিন্দা আব্দুল মন্নানের স্ত্রী। দুর্বৃত্তরা ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে কালুপুর পোলের গোড়ার সংলগ্ন এলাকায় দুর্বৃত্তরা প্রথমে বাড়িতে ঢুকে লুটপাট চালায়। এর পর এক পর্যায়ে তারা রাজিয়া বেগমকে কুপিয়ে এবং জবাই করে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

আফরোজা

×