ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

৭১ এর ভূমিকা বিষয়ে জামায়াতের করণীয় কী, যা বললেন ব্যারিস্টার হেলাল

প্রকাশিত: ১০:২৮, ১৪ মে ২০২৫

৭১ এর ভূমিকা বিষয়ে জামায়াতের করণীয় কী, যা বললেন ব্যারিস্টার হেলাল

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, জামায়াত ইসলামী বাংলাদেশের তো এখনো নিবন্ধন পুনর্বহাল হয়েছে কিনা আমি এখনও শিওর না, মনে হয় হয় নাই এখন পর্যন্ত। আমরা যেভাবে বলছি যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে যে অপরাধগুলো করেছে একাত্তরে এবং তারা এটা যেন ক্ষমা চাইতে হবে রাজনৈতিক দল হিসেবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় আসতে হবে। 

মঙ্গলবার (১৩ মে) একটি বেসরকারি টিভি চ্যানেলের টকশোতে তিনি একথা বলেন।

ব্যারিস্টার হেলাল বলেন, একাত্তরের যে ঘটনা ঘটেছে এইটার ব্যাপারে তো মানুষের সাথে একটা এরকম আশা করতে পারে যে একটা ফরমাল অ্যাপোলজি যে হা এটা ব্যাড ইন্সিডেন্ট, ব্যাড ডিসিশন। এটা একটা অপরাধ সংগঠিত হয়েছিল। এবং আমার মনে হয় না এই যারা এখন এই রাজনীতির সাথে যুক্ত অধিকাংশই কিন্তু সেই সময় রাজনীতি করেছে বলে আমার মনে হয় না। এটাতো প্রতিষ্ঠিত যে এই ঘটনাগুলো ঘটেছে একাত্তরে। একটি ঘটনা যেটা ওনারা এখন  এক্সেপ্ট করেন না।

তিনি বলেন, ওনারা যেটাকে ওন করেন। ওনারা স্বাধীন বাংলাদেশকে ওন করেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওন করেন, বাংলাদেশের জাতীয় পতাকা ওন করছেন। বাংলাদেশের জাতীয় সংগীত ওন করছেন সেখানে এরকম একটি স্টেটমেন্ট আসলে খুব বেশি রাজনৈতিক ক্ষতি হবে এটা আমার মনে হয় না। এবং তখন ওই বিতর্ক যে বিতর্কগুলো ওনারা বারবার তুলছেন তাহলে এটা নতুন প্রজন্মের যারা জামায়াত ইসলামী বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত হচ্ছেন আমার মনে হয় তারাই এটা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।
 

সজিব

আরো পড়ুন  

×