
পুলিশের অভিযানে নীলফামারীর ডিমলায় আগুন খাওয়া সন্ত্রাসী চক্রের ত্রাস সদস্য রশিদুল ইসলাম (৩৫) নামের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, তিনি আত্মগোপন থেকে নিজবাড়িতে এসেছিলেন। গোপনে খবর পেয়ে মঙ্গলবার (১৩ মে) রাতে নিজবাড়ি এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গ্রামবাসীর অভিযোগ বিগত সময় সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারের প্রতাপে ডিমলায় সন্ত্রাসী বাহিনী আগুন খাওয়া টিম গড়ে উঠে। এমন কোন অন্যায় কাজ নেই তারা করেনি। তাদের অত্যাচারে সাধারণ মানুষ ছিল ভীতিকর পরিস্থিতিতে। দেশের পালাবদলে এখন তারা পলাতক। সেই চক্রের একজন আজ পুলিশের হাতে ধরা খেয়েছে।
ডিমলা থানার ওসি ফজলে এলাহি জানান, ডিমলার আগুন খাওয়া টিমের অন্যতম নেতা বৈষম্য বিরোধী ছাত্র জনতার দায়ের করা নীলফামারীর সদর থানার জিআর ২৬৯/২৪ এবং ডিমলার আগুন খাওয়া টিমের বিরুদ্ধে দায়েরকৃত ডিমলা থানার জিআর ২১২/২৪ ডিমলা নম্বর মামলার এজহারভুক্ত আসামি এবং চাঁদাবাজি জমি জবর দখলসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত তিনি। তাকে অনেক দিন ধরে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা।
আসামিকে বুধবার (১৪ মে) আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
সজিব