
ছবি:সংগৃহীত
মেটা সিইও মার্ক জাকারবার্গ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি চান প্রতিটি মানুষ যেন একটি করে এআই 'বন্ধু' পায়। তার মতে, এআই চ্যাটবট বা ডিজিটাল সঙ্গীরা মানুষের একাকীত্ব দূর করতে এবং সামাজিক সংযোগ বাড়াতে সহায়ক হতে পারে।
জাকারবার্গের মতে, অনেকেই বাস্তব জীবনে কাঙ্ক্ষিত সংখ্যক বন্ধু পান না, ফলে এআই সঙ্গী হতে পারে একটি কার্যকর বিকল্প।
তবে প্রযুক্তি বিশ্লেষক এরিক হাল শোয়ার্টজ টেকরাডারে প্রকাশিত এক মতামতে বলেন, জাকারবার্গ বন্ধুত্বের প্রকৃত অর্থ এবং এআই-এর সীমাবদ্ধতা বুঝতে ব্যর্থ হচ্ছেন। তিনি বলেন, "এআই কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। এটি অনুভব করতে পারে না, অভিজ্ঞতা অর্জন করতে পারে না, এবং মানবিক সম্পর্কের জটিলতা বুঝতে পারে না।"সমালোচকরা আরও আশঙ্কা করছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই 'বন্ধু' যুক্ত হলে এটি মানুষের মধ্যে আরও বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে। এছাড়া, এআই দ্বারা তৈরি কনটেন্ট ভুল তথ্য ছড়ানোর ঝুঁকিও বাড়াতে পারে।
জাকারবার্গ অবশ্য দাবি করেন, এআই সঙ্গীরা বাস্তব বন্ধুত্বের বিকল্প নয়, বরং একটি পরিপূরক। তিনি বলেন, "এআই আমাদের আরও ভালোভাবে চিনতে পারবে এবং ব্যক্তিগতকৃত অভিজ্ঞতা দিতে পারবে।"
তবে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এআই সঙ্গীরা মানুষের প্রকৃত সংযোগের অভাব পূরণ করতে পারবে না। তাদের মতে, বন্ধুত্বের মূল ভিত্তি হলো পারস্পরিক বোঝাপড়া, সহানুভূতি এবং বাস্তব অভিজ্ঞতা, যা এআই দিতে অক্ষম।
এই বিতর্কের মধ্যে, মেটা তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে এআই সঙ্গী যুক্ত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। তবে এটি কতটা সফল হবে এবং মানুষের সামাজিক জীবনে কী প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।
আলীম