
ছবিঃ সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে প্রায় সব পেশায় মানুষের জায়গা দখল করে নিতে পারে—এমন হুঁশিয়ারি দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তবে কিছু পেশা আছে, যেগুলো কখনওই পুরোপুরি এআই দিয়ে সম্ভব নয় বলে মনে করেন তিনি।
সম্প্রতি এক আলোচনায় বিল গেটস বলেন, “এআই অনেক কাজেই দক্ষতা দেখালেও, সৃজনশীলতা ও জটিল বিশ্লেষণমূলক চিন্তার জায়গাগুলোতে মানুষের বিকল্প হয়ে উঠতে পারবে না।” বিশেষ করে জীববিজ্ঞান ও জ্বালানি খাতের মতো ক্ষেত্রে মানুষের অনন্য ভূমিকা থেকে যাবে বলে জানান তিনি।
গেটসের মতে, রোগ নির্ণয়, ডিএনএ বিশ্লেষণ, জ্বালানি গবেষণার মতো খাতে এআই কেবল সহায়ক ভূমিকা পালন করতে পারবে, তবে সিদ্ধান্ত গ্রহণ ও মৌলিক আবিষ্কারের ক্ষেত্রে মানুষই থাকবে প্রধান।
২০২২ সালে ওপেনএআই-এর চ্যাটজিপিটির আবির্ভাবের পর থেকে এআই প্রযুক্তি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। গুগলের ‘জেমিনি’, মাইক্রোসফটের ‘কোপাইলট’ এবং ডিপসিক এর মতো চ্যাটবটগুলো ইতোমধ্যে বিভিন্ন পেশায় ব্যবহৃত হচ্ছে। ফলে বিশ্লেষকদের আশঙ্কা—আগামী দিনে অনেক চাকরি এআই-এর কারণে বিলুপ্ত হয়ে যেতে পারে।
তবে বিল গেটস মনে করেন, এ পরিবর্তনের মধ্যেও মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ থাকবে। কারণ প্রযুক্তি পরিবর্তনের নেতৃত্ব মানুষই দেয়, প্রযুক্তি নয়।
ইমরান