ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

যুদ্ধ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানকে যে হুঙ্কার দিলো মোদি!

প্রকাশিত: ২২:১১, ১২ মে ২০২৫; আপডেট: ২২:৫২, ১২ মে ২০২৫

যুদ্ধ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণে পাকিস্তানকে যে হুঙ্কার দিলো মোদি!

জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাকিস্তানের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘‘রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’

সোমবার (১২ মে) স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মোদি এই মন্তব্য করেন। ভাষণের শুরুতেই তিনি পেহেলগামের ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সশস্ত্র বাহিনীর প্রশংসা জানান।


এনডিটিভির খবরে বলা হয়, ভাষণে পানি ও রক্তের প্রসঙ্গ টেনে মোদি মূলত পাকিস্তানকে কড়া বার্তা দেন। কাশ্মিরে বন্দুকধারীদের হামলার একদিন পরই ভারত-পাকিস্তান সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী মোদি ভাষণে স্পষ্ট করেন, যুদ্ধবিরতিতে রাজি হলেও ভারতের এই চুক্তিতে ফেরার কোনও পরিকল্পনা নেই।


প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না। রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না।’’ তিনি আরও জানান, ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত আছে।


মোদি বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতের সন্ত্রাসবাদবিরোধী নীতির পুনর্লিখন হয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে কোনও রকম পারমাণবিক ব্ল্যাকমেইল বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ‘‘আমি এই দেশের সকল মা, বোন ও কন্যাদের প্রতি অপারেশন সিঁদুর উৎসর্গ করছি। এটি শুধু একটি সামরিক অভিযান নয়, এটি দেশের আবেগ ও অনুভূতির প্রতিফলন।’’


প্রধানমন্ত্রী জানান, গত ২২ এপ্রিল বেসামরিকদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শিশুদের সামনেই ধর্ম জিজ্ঞাসা করে মানুষ হত্যা করা হয়েছে, যা তাকে গভীরভাবে আঘাত করেছে।

মোদি বলেন, ‘‘পাকিস্তানের মাটিতে আমাদের বাহিনী আঘাত হেনেছে। এতে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানকেই এখন সন্ত্রাসের মূলোৎপাটন করতে হবে।’’ তিনি স্পষ্ট করে দেন, ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা হলে, সেটি কেবল সন্ত্রাস ও পাকিস্তান অধিকৃত কাশ্মির নিয়েই হবে।

 

সূত্রঃ এনডিটিভি
 

রিফাত

×