
ছবিঃ সংগৃহীত
তরুণদের জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি কোম্পানিটির সর্বশেষ ‘পাওয়ারহাউজ’ স্মার্টফোন ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ বাংলাদেশে উন্মোচিত করেছে। যেসব ব্যবহারকারীরা ডিজিটাল লাইফস্টাইলের নির্বিঘ্ন অভিজ্ঞতা চান এবং পারফরম্যান্সের ব্যাপারে একবিন্দুও ছাড় দিতে নারাজ এই মোবাইল দুইটি তাদের জন্য; যেগুলো সর্বাধুনিক প্রযুক্তি ও অসাধারণ সব ফিচারের মাধ্যমে স্মার্টফোন মার্কেটে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
‘রিয়েলমি ১৪ ৫জি’ গ্রাহকদের দেবে ‘আল্টিমেট’ স্পিড ও ইফিশিয়েন্সি। এই ডিভাইসের মাধ্যমে গ্রাহকরা পাবেন নির্বিঘ্ন ডাউনলোড, ‘ল্যাগ-ফ্রি’ গেমিং, স্মুথ স্ট্রিমিং, ব্লেজিং-ফাস্ট ৫জি কানেক্টিভিটি, উভয় সিম স্লটে ‘ডুয়েল-মুড ৫জি’ ফিচার সহ সবকিছুতেই দ্রুতগতির ‘নেক্সট-জেনারেশন’ এক্সপেরিয়েন্স।
স্মার্টফোনের শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ ৫জি চিপসেট ব্যতিক্রমী ও অসাধারণ প্রসেসিং পাওয়ার প্রদান করে। এতে করে চাহিদা অনুযায়ী নিত্যদিনের রুটিনমাফিক কাজসহ গ্রাফিক্স-ইনটেনসিভ গেমস দারুণ স্বাচ্ছন্দ্যে খেলা যায়। একইসঙ্গে সম্ভব হয় নির্বিঘ্ন মাল্টিটাস্কিং ও রেসপন্সিভ পারফরম্যান্স। সর্বোচ্চ ১২জিবি র্যাম এবং ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ এর ‘রিয়েলমি ১৪ ৫জি’ ইউজারকে আরো বেশি স্টোরেজ, পাশাপাশি বিভিন্ন অ্যাপে দ্রুত সুইচ করার মতো সুবিধা দেবে এবং ডাইনামিক র্যাম এক্সপেনশন স্মার্টফোনটিকে করবে আরো কার্যকরভাবে ব্যবহার উপযোগী।
এই মোবাইলে আরো রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ও ৬০০০এমএএইচ টাইটান ব্যাটারি যা দ্রুতই স্মার্টফোনকে পূর্ণ চার্জ হতে সাহায্য করে। এতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যাবার ভাবনা ছাড়াই নিশ্চিন্তে গ্রাহকরা ডিভাইসটি ব্যবহার করতে পারেন।
এ
ছাড়া, স্মার্টফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে গ্রাহকদের আল্ট্রা-স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজুয়্যাল এর অভিজ্ঞতা দেবে। ব্যবহারকারীরা আরো উপভোগ করতে পারবেন- ফ্লুইড এনিমেশন, রেসপন্সিভ টাচ এক্সপেরিয়েন্স, আইডিয়াল মাল্টিমিডিয়া অ্যান্ড গেমিং।
নান্দনিক সব ছবি ক্যামেরাবন্দী করতেও সিদ্ধহস্ত ‘রিয়েলমি ১৪ ৫জি’। এই ডিভাইসের ‘ভার্সেটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত ছবি উপহার দেয় এবং বাড়তি লেন্স ও ইন্টেলিজেন্ট এআই ফিচার স্মার্টফোনপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশে সহায়তা করে।
আর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ নৈমত্তিক কাজ ও বিনোদনের সেরা অভিজ্ঞতাকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এটির মাধ্যমে গ্রাহকরা দ্রুতগতির ডাউনলোড, স্মুথ স্ট্রিমিং এবং নির্ভরযোগ্য ৫জি পারফরম্যান্সে উন্নত অনলাইন এক্সপেরিয়েন্স পাবেন। এই ডিভাইসে রয়েছে- কার্যকরী মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ৫জি চিপসেট, একটি অক্টাকোর প্রসেসর, যা স্মুথ মাল্টিটাস্কিং এর জন্য পাওয়ার ও ইফেসিয়েন্সির ভারসাম্য রক্ষা করে।
এই ফোনের ৬.৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে স্মুথ স্ক্রলিং এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এই মোবাইলেও রয়েছে- ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।
এই ডিভাইসটিতে রয়েছে- এআই সক্ষমতার ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যেটি বেশি বা বেশি ভারসাম্যহীন আলোতেও আকর্ষণীয় ছবি তুলতে সক্ষম।
৮জিবি র্যাম এবং ১২৮জিবি/২৫৬ জিবি স্টোরেজ এর ‘রিয়েলমি ১৪টি ৫জি’ চাহিদা অনুযায়ী গ্রাহকদের দিচ্ছে পর্যাপ্ত মোমোরি ও স্টোরেজ; যা কি না ডাইনামিক র্যাম এক্সপ্যানশনের মাধ্যমে গ্রাহকের মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে করে তোলে অনন্য।
‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ দুইটি ডিভাইস-ই দেখতে দৃষ্টিনন্দন এবং আধুনিক ডিজাইনের। পারফরম্যান্স ও নান্দনিকতার অসাধারণ সমন্বয়ে রিয়েলমি’র প্রতিশ্রুতি যেটি পুর্নব্যক্ত করে। এই ডিভাইস দুইটিতে আরো রয়েছে- অ্যান্ডয়েড ১৫ ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, যা ব্যবহারকারীদের স্মুথ ও কাস্টমাইজেবল এক্সপেরিয়েন্স দেয়। এছাড়া- এ দুইটি ডিভাইসেই রয়েছে- সেরা মানের আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা কি না স্মার্টফোনকে অভাবনীয় স্থায়িত্ব প্রদান করে।
‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ এর বাজারমূল্য যথাক্রমে ৪১,৯৯৯ টাকা ও ৩১, ৯৯৯ টাকা। সেই সাথে ১২ থেকে ১৪ মে, ২০২৫ তারিখের মধ্যে প্রি-অর্ডার ক্যাম্পেইন চলাকালীন সময় যে সকল ব্যবহারকারী এই স্মার্টফোন কিনবেন, তারা ২,৫০০ টাকা মূল্যের নতুন লঞ্চ হওয়া রিয়েলমি বাডস পাবেন বিনামূল্যে। বিস্তারিত অন্যান্য তথ্য জানতে রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডল এর সঙ্গে সংযুক্ত থাকুন।
ইমরান