
ছবি:সংগৃহীত
অ্যাপল তাদের আসন্ন আইওএস ১৯ অপারেটিং সিস্টেমে যোগ করতে যাচ্ছে একটি নতুন ও সময় সাশ্রয়ী ফিচার, যা পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে নিয়ে আসবে স্মার্ট সমাধান। রেস্তোরাঁ, ক্যাফে, বিমানবন্দর, রেলস্টেশন কিংবা হোটেলের মতো জায়গায় উন্মুক্ত ওয়াই-ফাই ব্যবহারকারীদের জন্য এই আপডেট হতে পারে বড় সুবিধা।
নতুন এই ফিচারের মাধ্যমে যেকোনো পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে একবার লগইন করলেই, সেটি ব্যবহারকারীর একই অ্যাপল আইডিতে সাইন ইন করা সব অ্যাপল ডিভাইসে (যেমন: আইফোন, আইপ্যাড, ম্যাক) স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে। ফলে প্রতিটি ডিভাইসে আলাদা করে ওয়াই-ফাই লগইনের ঝামেলা থাকবে না। এতে শুধু সময়ই বাঁচবে না, ব্যবহারকারীর ভোগান্তিও কমবে।
প্রযুক্তি বিশ্লেষক মার্ক গারম্যানের মতে, এই ফিচার অ্যাপলের ইকোসিস্টেমকে আরও শক্তিশালী ও ব্যবহারবান্ধব করে তুলবে।
আইওএস ১৯-এ শুধু ওয়াই-ফাই সংযোগ সুবিধাই নয়, আরও থাকছে নতুন ইন্টারফেস, উন্নত ক্যামেরা অ্যাপ এবং 'স্টেজ ম্যানেজার' নামের একটি মাল্টিটাস্কিং ফিচার—যা এতদিন কেবল আইপ্যাড ও ম্যাক কম্পিউটারে পাওয়া যেত।
অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (WWDC)’-এ আগামী জুন মাসে আইওএস ১৯-এর ঘোষণা দিতে পারে। জুলাইয়ে আসতে পারে এর পরীক্ষামূলক সংস্করণ, আর চূড়ান্ত ভার্সন উন্মুক্ত হতে পারে সেপ্টেম্বর মাসে।
এই আপডেট অ্যাপল ব্যবহারকারীদের জন্য হতে যাচ্ছে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ।
আলীম