
ছবি: সংগৃহীত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান জামিন পেয়েছেন।
বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ জামিনের এ আদেশ দেন। একই সঙ্গে তার দণ্ড থেকে খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে জরিমানার আদেশ স্থগিত রাখা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিনে মুক্ত থাকার সুযোগ দেওয়া হয়েছে।
এর একদিন আগে, মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টে আপিলের জন্য ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা চেয়ে আবেদন করেন ডা. জুবাইদা। আদালত সেই বিলম্ব মঞ্জুর করে আপিল গ্রহণের আদেশ দেন।
২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর, দুদকের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হুদা রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করেন।
দুদকের অভিযোগে বলা হয়, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং সম্পদের তথ্য গোপন করেছেন।
২০২৩ সালের ২ আগস্ট, ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে তারেক রহমানকে ৯ বছর এবং ডা. জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এই রায়ের পর ২৯ সেপ্টেম্বর ২০২৩, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জুবাইদা রহমানের দণ্ড স্থগিত করে। এতে বলা হয়, আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য সাজা স্থগিত থাকবে।
নুসরাত