ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

সবজির দাম হাতের নাগালে

প্রকাশিত: ১০:৩৮, ১২ মে ২০২৫

সবজির দাম হাতের নাগালে

ছবি : সংগৃহীত

কুমিল্লার রাজগঞ্জ পাইকারি বাজারে সবজির সরবরাহ স্বাভাবিক এবং দাম এখনো ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। স্থানীয় বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

 

 

রাজগঞ্জ বাজারে বর্তমানে লাউ বিক্রি হচ্ছে ২৫ টাকা, যা খুচরা বাজারে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম ৩০ টাকা, আলু ১৫ টাকা এবং একটি হালি লেবু বিক্রি হচ্ছে ২০ টাকায়। অন্যান্য মৌসুমী সবজির দামও তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বাজার পরিস্থিতি নিয়ে ক্রেতারা বেশ সন্তুষ্ট। তাদের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনো নাগালের মধ্যেই রয়েছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়।

তবে কৃষকদের দিক থেকে চিত্রটা ভিন্ন। তাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বর্তমান বাজারদর অনেক কম। ফলে তারা লোকসানের মুখে পড়ছেন। একজন কৃষক জানান, সবজির দাম এতটাই কম যে তারা ফসল বিক্রি করে খরচও উঠাতে পারছেন না।

 

 

বিক্রেতারা বলছেন, বাজারে এখনো পর্যাপ্ত সরবরাহ রয়েছে বলেই দাম তুলনামূলকভাবে কম। তবে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে পৌঁছাতে গিয়েই অনেক সময় সবজির দামে ১৫-২০ টাকার ব্যবধান তৈরি হয়, যা কৃষকদের জন্য নয় বরং মধ্যবর্তী পর্যায়ের লাভ হিসেবে থেকে যাচ্ছে।

সার্বিকভাবে কুমিল্লার সবজি বাজারে এখন স্থিতিশীলতা রয়েছে। কিন্তু কৃষকরা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে চাষাবাদে আগ্রহ হারাতে পারেন বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

 

সূত্র:https://youtu.be/fUBUC4HSItc?si=c4YTbp1g8QNa5BUJ

আঁখি

×