
ছবি: সংগৃহীত
ভারত সরকার এক বড়সড় ঘোষণা দিয়ে জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনী (IAF) সফলভাবে পাকিস্তান সীমান্তে স্থাপন করা চীন-নির্মিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে এবং এড়িয়ে মাত্র ২৩ মিনিটে পুরো অভিযান সম্পন্ন করেছে। ‘অপারেশন সিঁদুর’ নামের এই অভিযান ছিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পাল্টা জবাব, যেখানে ২৬ জন নিরীহ পর্যটক নিহত হন।
ভারতীয় সরকার জানিয়েছে, এই অভিযানে ভারতের কোনও সম্পদের ক্ষতি হয়নি, যা পরিকল্পনা, নজরদারি এবং প্রযুক্তির নিখুঁত সমন্বয়ের প্রমাণ। দেশীয় প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ড্রোন, লুইটারিং মিউনিশন এবং গাইডেড অস্ত্র ব্যবহার করে পাকিস্তানের নূর খান ও রহিমইয়ার খান বিমানঘাঁটিতে সার্জিক্যাল হামলা চালানো হয় এবং শত্রুর রাডার ও মিসাইল সিস্টেম ধ্বংস করা হয়।
এই অভিযানে ব্যবহৃত ১০০% দেশীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের PL-15 মিসাইল, তুরস্কের তৈরি UAV সহ পাকিস্তান থেকে পাঠানো বিভিন্ন দূরপাল্লার রকেট, কোয়াডকপ্টার এবং ড্রোন প্রতিহত ও ধ্বংস করে। ধ্বংস হওয়া এই প্রযুক্তির টুকরো ও প্রমাণ ফরেনসিকভাবে তুলে ধরা হয়েছে।
এই অভিযানে ইসরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন জানান, দেশের নিরাপত্তায় অন্তত ১০টি স্যাটেলাইট নিরবিচারে কাজ করেছে।
ভারত সরকার আরও জানিয়েছে, এই পুরো অভিযান সীমান্ত বা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই সম্পন্ন হয়েছে।
অভিযানে ব্যবহৃত দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের মধ্যে পেচোরা, ওএসএ-একে এবং এলএলএডি গানসের পাশাপাশি ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে।
ভারতীয় সরকারের বক্তব্য অনুযায়ী, অপারেশন সিন্ধুর কেবল একটি কৌশলগত সাফল্য নয়, বরং এটি ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতা ও উচ্চপ্রযুক্তি নির্ভর সামরিক সক্ষমতার স্পষ্ট প্রমাণ।
সূত্র: https://www.ndtv.com/world-news/china-made-air-defence-system-in-pakistan-jammed-by-air-force-says-india-8415744
এএইচএ