
ছবি: সংগৃহীত
নিকেল উৎপাদনের পরিবেশ-দূষণকারী প্রক্রিয়ার বিকল্প হিসেবে হাইড্রোজেন প্লাজমা ব্যবহার করে ইতিহাস গড়েছে জার্মানি। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রথমবারের মতো লেটারাইট আকরিক থেকে একধাপে ফেরোনিকেল উৎপাদনে সফল হয়েছেন, যেখানে নিষ্কাশন ও বিশুদ্ধকরণ একসঙ্গে সম্পন্ন হয়েছে।
এই পদ্ধতিতে কোনো রাসায়নিক দূষণ নেই এবং কার্বন নিঃসরণ প্রায় ৮৪% কমে। হাইড্রোজেন ও আর্গন গ্যাসের মিশ্রণে ১০ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাজমা তৈরি করে মাত্র কয়েক মিনিটেই ধাতব অক্সাইডকে রূপান্তর করা যায়।
বর্তমানে ব্যাটারি ও পুনর্নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ার কারণে নিকেলের ব্যবহার বেড়েছে, অথচ উচ্চমানের আকরিক কমে যাচ্ছে। নতুন এই পদ্ধতিতে নিম্নমানের আকরিক থেকেও পরিচ্ছন্নভাবে নিকেল উৎপাদন সম্ভব, যা পরিবেশবান্ধব ও খরচ সাশ্রয়ী।
তবে এখনও বড় পরিসরে ব্যবহার করার মতো প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়ে গেছে। গবেষকরা বলছেন, সবুজ হাইড্রোজেন সহজলভ্য হলে এই প্রযুক্তিই হতে পারে টেকসই ধাতুবিদ্যার ভবিষ্যৎ।
সূত্র: https://www.ecoticias.com/en/germany-produces-hydrogen-plasma-first/14779/
এএইচএ