ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

নৌ পুলিশের অভিযানে ২.৯৮ কোটি মিটার অবৈধ জালসহ ৩১১ জন আটক

প্রকাশিত: ১৭:১৪, ১৫ মে ২০২৫

নৌ পুলিশের অভিযানে ২.৯৮ কোটি মিটার অবৈধ জালসহ ৩১১ জন আটক

গত সাত দিনব্যাপী নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের পোনা উদ্ধারসহ আটক ৩১১ জন ।

দেশের মৎস্য সম্পদ রক্ষা  ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ০৭ (সাত) দিনব্যাপী নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট  ২,৯৮,০৬,৬১০ (২ কোটি ৯৮ লক্ষ ০৬ হাজার ৬১০) মিটার অবৈধ জাল, ৫,২৩৭ ( পাঁচ হাজার দুইশত সাইঁত্রিশ ) কেজি মাছ, ১৭,০০০ (সতেরো হাজার ) চিংড়ী রেনু পোনা জব্দ করা হয় এবং নদী থেকে ১৯১ ( একশত একানব্বই )টি ঝোপঝাড় ধ্বংস করা হয়। 

নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ৭১ (একাত্তর)টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ০৩ (তিন)টি ড্রেজার জব্দ করা হয়। 

গত এই অভিযানে ৩১১ জন আসামী গ্রেফতার করা হয় এবং ৬৮(আটষট্টি)টি মৎস্য, ১(এক)টি মাদক, ৭(সাত)টি বেপরোয়া, ৭(সাত)টি অপমৃত্যু, ১(এক)টি হত্যা, ২(দুই)টি বালুমহাল, ১(এক)টি বিশেষ ক্ষমতা এবং ১(এক)টি নারী ও শিশু মামলাসহ মোট ৮৮ (আটাশি)টি মামলা দায়ের করা হয় এবং ৮(আট)টি মৃতদেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। মাছ এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।

 

রাজু

×