ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

হালদা নদীতে ডিম আহরণে শিরনী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ২২:৫৫, ১৫ মে ২০২৫; আপডেট: ২৩:০৪, ১৫ মে ২০২৫

হালদা নদীতে ডিম আহরণে শিরনী বিতরণ

১৫ মে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জাতীয় মা মাছ ডিম ছাড়ার ভরা মৌসুম। সাধারনত এপ্রিল-মে মাসে মা মাছ ডিম ছাড়ার মৌসুম হলেও এপ্রিল মাসে কোন ভারী বর্ষন না হওয়ায় চলিত মে মাসের পূর্ণ তিথিতে মা মাছ ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সামনের মৌসুমে মা মাছ ডিম ছাড়ার জন্য এক ডিম আহরণকারী আজিমের ঘাট এলাকায় হালদায় শিরনী বিতরনের মানস হিসাবে তিনি নদীর পানিতে শিরনী ফেলছেন।

হালদানদী বিশেষজ্ঞ প্রফেসর ড. মন্জুরুল কিবরিয়া বলেন, "হালদা নদী গবেষনার ২৪ বছর চলছে, কোন সময় শিরনী মানসের কথা কারো কাছ থেকে শুনিনি; দেখা যাক নদীর পানিতে চামচ কেটে শিরনী ফেলানোর কেরামতিতে কি হয়" ! এ ঘটনায় সর্বত্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

রাজু

×