ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

সিইও পদ থেকে সরে দাঁড়ানোর আসল কারণ প্রকাশ করলেন ওয়ারেন বাফেট

প্রকাশিত: ০২:৪০, ১৬ মে ২০২৫; আপডেট: ০২:৪১, ১৬ মে ২০২৫

সিইও পদ থেকে সরে দাঁড়ানোর আসল কারণ প্রকাশ করলেন ওয়ারেন বাফেট

৯৪ বছর বয়সে বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বার্ধক্যজনিত শারীরিক দুর্বলতাকেই সরে দাঁড়ানোর মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

বাফেট জানান, “কোনো যাদুকরী মুহূর্ত ছিল না। আপনি কিভাবে জানবেন যে আপনি বুড়ো হয়ে গেছেন? আমি আসলে ৯০ বছর হওয়ার আগে পর্যন্ত নিজেকে বুড়ো মনে করিনি। কিন্তু একবার শুরু হলে তা আর ফেরানো যায় না।”

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পড়তে অসুবিধা হওয়া, নাম ভুলে যাওয়া এবং ভারসাম্য হারানোর মতো কিছু কষ্টদায়ক মুহূর্ত তাঁকে ভাবিয়ে তোলে এবং সিদ্ধান্ত নিতে বাধ্য করে। বাফেট আরও স্বীকার করেন যে, তাঁর উত্তরসূরি গ্রেগ অ্যাবেলের সঙ্গে কাজের গতির ব্যবধান দিন দিন স্পষ্ট হয়ে উঠছিল।

বাফেট বলেন, “একই দশ ঘণ্টার মধ্যে সে (গ্রেগ অ্যাবেল) যা সম্পন্ন করতে পারত, তার তুলনায় আমি অনেক পিছিয়ে পড়ছিলাম। সে অনেক বেশি কার্যকরভাবে সিদ্ধান্ত নিচ্ছিল, ব্যবস্থাপনায় পরিবর্তন আনছিল এবং কর্মীদের সহায়তা করছিল,”।

তবে শারীরিক দুর্বলতা সত্ত্বেও, বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নিজের মানসিক সক্ষমতা অটুট রয়েছে বলেও জানান তিনি। “যদি বাজারে কোনো ধ্বস নামে, আমি তখনও কাজে লাগতে পারব। কারণ দাম পড়ে গেলে বা সবাই যখন আতঙ্কিত হয়ে পড়ে, আমি তখন ভয় পাই না – আর এটি বয়সের বিষয় নয়,” বলেন এই ‘অরাকল অব ওমাহা’ খ্যাত বিনিয়োগকারী।

অবসর গ্রহণের পরও তিনি বিনিয়োগ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবেন বলে ইঙ্গিত দেন। তিনি বলেন, “আমি বাড়িতে বসে সোপ অপেরা দেখব না। আমার আগ্রহ এখনো একই।”

উল্লেখ্য, ছোট একটি টেক্সটাইল কোম্পানি থেকে বাফেটের নেতৃত্বে বার্কশায়ার হ্যাথাওয়ে আজ এক ট্রিলিয়ন ডলারের কনগ্লোমারেটে পরিণত হয়েছে, যা প্রযুক্তি খাতের বাইরের কোনো মার্কিন প্রতিষ্ঠানের জন্য প্রথম ঘটনা। কোম্পানিটির মালিকানাধীন রয়েছে ডিউরাসেল ব্যাটারি, জাইকো ইনস্যুরেন্সের মতো বহু প্রতিষ্ঠান এবং কোকা-কোলা ও ব্যাংক অব আমেরিকার মতো কোম্পানির বিশাল শেয়ার।


 

সূত্রঃ https://www.ndtv.com/world-news/warren-buffett-reveals-the-real-reason-hes-stepping-down-from-berkshire-hathaway-when-you-8420783

রিফাত

×