
ছবি আলজাজিরা
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) এক বিবৃতিতে জানিয়েছে, হাজার হাজার সাহায্যবাহী ট্রাক গাজার বাইরে অপেক্ষা করলেও ইসরায়েলের অবরোধের কারণে সেই জরুরি সহায়তা বিতরণ করা সম্ভব হচ্ছে না।
এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক পোস্টে সংস্থাটি বলেছে, গাজাকে অভুক্ত রাখা হচ্ছে — সহায়তার অভাবে নয়, বরং সহায়তা পৌঁছানোর সুযোগের অভাবে।
ইউএনআরডব্লিউএ আরও জানায়, ক্ষুধা ও হতাশা ছড়িয়ে পড়ছে, কারণ খাদ্য ও ত্রাণ সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই অবরোধ এখনই প্রত্যাহার করা উচিত।
সপ্তাহের শুরুতে বিশ্বের প্রধান দুর্ভিক্ষ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি অবরোধের কারণে গাজার পুরো জনসংখ্যা দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে, এবং এর মধ্যে ৫ লাখ ফিলিস্তিনি সরাসরি অনাহারের মুখোমুখি।
এই সংকটময় পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলো অবিলম্বে অবরোধ তুলে সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছে।
এসএফ