ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে : অধিকার আন্দোলন

প্রকাশিত: ০৭:৩৬, ১৬ মে ২০২৫; আপডেট: ০৭:৩৭, ১৬ মে ২০২৫

নারী কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে পারিবারিক কাঠামো হুমকির মুখে পড়বে : অধিকার আন্দোলন

ছবি: সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে জাতীয় প্রত্যাশা ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী প্রস্তাব অন্তর্ভুক্ত হওয়ায় তা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে নারী অধিকার আন্দোলন। 

শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ এই অভিযোগ করেন।

বক্তারা বলেন, সংশ্লিষ্ট কমিশন মুসলিম পারিবারিক আইন সংস্কারের সুপারিশসহ এমন কিছু প্রস্তাব করেছে, যা সমাজে ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। তারা অভিযোগ করেন, কমিশনের সদস্যদের মধ্যে এমন কোনো নারী নেই যিনি ইসলামী শিক্ষায় শিক্ষিত। ফলে কমিশনের সুপারিশে ইসলামী পারিবারিক কাঠামো, উত্তরাধিকার, বিবাহ ও তালাক সংক্রান্ত বিষয়গুলোর গুরুত্ব ও সংবেদনশীলতা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

নারী অধিকার আন্দোলনের নেতারা আরও বলেন, কমিশনের অধিকাংশ সদস্য সেকুলার দৃষ্টিভঙ্গির অধিকারী। তাদের বক্তব্য থেকে স্পষ্ট যে, তাঁরা দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মাবলম্বীদের পারিবারিক বিশ্বাস ও রীতি-নীতি সম্পর্কে সম্যক ধারণা রাখেন না। তাদের প্রস্তাব বাস্তবায়িত হলে সমাজে পারিবারিক অস্থিরতা তৈরি হবে এবং ধর্মীয় ঐক্য ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

এসএফ 

আরো পড়ুন  

×