
ভাগ্য পরিবর্তনের জন্য আংটি বা রত্ন ব্যবহার,এই প্রবণতা সমাজে নতুন নয়। তবে এমন বিশ্বাস ইসলামের দৃষ্টিতে কতটা গ্রহণযোগ্য? ধর্মীয় দিক থেকে বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
অনেকে বিভিন্ন ধাতু বা পাথরের অলৌকিক ক্ষমতা ও প্রভাবে বিশ্বাস করেন। সেই বিশ্বাস থেকেই অনেকে ভাগ্য পরিবর্তনের জন্য বিভিন্ন ধাতু বা পাথরের তৈরি আংটি ব্যবহার করে থাকেন। তবে ইসলামের দৃষ্টিতে এরকম বিশ্বাসকে 'শিরক' ও 'মহাপাপ' বলে গণ্য করা হয়।
খারাপ অবস্থা বা ভাগ্যের পরিবর্তন চাইলে নিজের যথাসাধ্য চেষ্টা ও পরিশ্রম করতে হবে। সদকা ও নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে। কোন পাথরের অলৌকিক প্রভাবে ভাগ্য ভালো হয়ে যাবে বা মন্দ হয়ে যাবে এরকম অযৌক্তিক শিরকী বিশ্বাস ত্যাগ করতে হবে।
শিরক আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য ও জঘন্যতম পাপ। পবিত্র কোরআনে শিরককে সবচেয়ে নিকৃষ্ট জুলুম বলা হয়েছে এবং বিভিন্ন আয়াতে বারবার শিরক থেকে বেঁচে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরক ক্ষমা করবেন না।
আল্লাহ বলেন, "নিঃসন্দেহে আল্লাহ তার সঙ্গে শিরক করা ক্ষমা করেন না। এছাড়া অন্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। এবং যে আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে।"
শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম ঘোষণা করে আল্লাহ বলেন, "আর যে আল্লাহর সঙ্গে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম।"
ইসলাম যে কোনো ধরণের অলৌকিক বিশ্বাস ও বস্তুপূজাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। বাস্তব জীবনে সমস্যার সমাধান ও ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামী নির্দেশনা অনুযায়ী আমল ও দোয়ার ওপর ভরসা রাখাই একজন মুমিনের কর্তব্য।
সূত্র:https://tinyurl.com/mryxvu99
আফরোজা