
ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পেটের ভিতর ইয়াবা বহনের সময় হোছন আহমদ (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৮২০ (দুই হাজার আটশ বিশ) পিস ইয়াবা ট্যাবলেট।
১৬ মে, শুক্রবার ঢাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ BS-152 ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছালে হোছন আহমদকে বিমানবন্দরের বলাকা ভবনের উত্তর পাশে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি পাকস্থলীর ভিতর সুকৌশলে ইয়াবা বহন করছেন।
এরপর কর্তব্যরত চিকিৎসকের সহযোগিতায় এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ডিম্বাকৃতির ৩০টি বস্তুর সন্ধান পাওয়া যায়। তাকে কুর্মিটোলা হাসপাতালে স্থানান্তর করা হলে ডাক্তারদের তত্ত্বাবধানে প্রাকৃতিক প্রক্রিয়ায় তার পায়ুপথ দিয়ে কসটেপ মোড়ানো ৩০টি পোটলা বের করা হয়। পরে পোটলাগুলো খুলে দেখা যায়, সেখানে মোট ২৮২০ পিস ইয়াবা ট্যাবলেট রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোছন আহমদ দীর্ঘদিন ধরে মাদক কারবার এবং পরিবহনের সঙ্গে জড়িত।
এদিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর বলেন, "পূর্বের তুলনায় ইদানীং বিমানবন্দর ব্যবহার করে মাদক পরিবহনের তৎপরতা বেশি দেখা যাচ্ছে। আমরা বিমানবন্দর কেন্দ্রিক সকল অপরাধ কার্যক্রম প্রতিরোধে নিরলসভাবে কাজ করছি।"
প্রসঙ্গত, সম্প্রতি এয়ারপোর্ট আর্মড পুলিশের কয়েকটি পৃথক অভিযানে ১৬ হাজারের বেশি ইয়াবাসহ মোট ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আফরোজা