ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

গায়ক নোবেলের হিংস্র রূপ, নারীকে টেনে হিঁচড়ে মারধর!

প্রকাশিত: ২০:৪০, ১৫ মে ২০২৫; আপডেট: ২২:৪৩, ১৫ মে ২০২৫

গায়ক নোবেলের হিংস্র রূপ, নারীকে টেনে হিঁচড়ে মারধর!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভিডিও। যেখানে দেখা যায় এক নারীকে মারধর করে টেনেহিঁচড়ে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে সেই ব্যাক্তিকে গায়ক নোবেল বলে দাবি করা হয়। 

যেখানে লেখা, একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, দুই বাংলার আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল এক নারীকে মারধর করছে। ও সেই নারীর চুল ধরে টেনে সিঁড়ি থেকে নিচে নামাচ্ছে। ও পরে নোবেল আবারো একা উপরে উঠে আসছে। কেন বা কি জন্য এ ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি।

অভিযুক্ত ব্যক্তি গায়ক নোবেল কিনা সে বিষয়ে জানগে গায়ক নোবেলকে ফোন দেয়া হয় জানতে। ফোন ধরার সাথে সাথে সাংবাদিক পরিচয় পেলে লাইন কেটে দেন নোবেল।

 

সূত্রঃ https://www.facebook.com/share/v/19TKkrePU5/

রিফাত

×