ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

রাজবাড়ীতে কৃষক ওবায়েদুর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ১৬:৩২, ১ জুলাই ২০২৫

রাজবাড়ীতে কৃষক ওবায়েদুর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে কৃষক ওবায়েদুর হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গাড়াকোলা গ্রামের কৃষক ওবায়েদুর রহমানকে (৪৩) বিষ প্রয়োগ ও গলা কেটে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে গাড়াকোলা গ্রামবাসী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহের জেরে গত ২৭ জুন রাতে কৃষক ওবায়েদুর রহমানকে তার শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে বিষ খাওয়ানো হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায় তার স্ত্রী পলি বেগম, শ্যালক মুসা মন্ডল, হারুন মন্ডলসহ আরও কয়েকজন আত্মীয়স্বজন। ঘটনার পরদিন বালিয়াকান্দি থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। উপরন্তু, আসামিপক্ষ ভুক্তভোগী পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি-ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, দ্রুত আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নইলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়বে এবং ভুক্তভোগীদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

উল্লেখ্য, গুরুতর আহত অবস্থায় ওবায়েদুর রহমান বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাসমিম

×