
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বর্তমান শিক্ষা, নগরায়ন ও শ্রমনীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক এমএ আজিজ।
তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দেওয়া এক বক্তব্যে এসব কথা জানান।
তিনি বলেন, সংস্কার কমিশন হয়েছে বহুবার, কিন্তু শিক্ষায় কোনো বাস্তব পরিবর্তন হয়নি। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে আমরা এখনো বিজ্ঞানভিত্তিক ও প্রযুক্তিকেন্দ্রিক শিক্ষানীতি তৈরি করতে পারিনি। অথচ এই যুগে অটোমেশনের কারণে বিদেশে সাধারণ শ্রমিকের চাহিদা দ্রুত হ্রাস পাচ্ছে। আগামী পাঁচ বছরে আমাদের দুই কোটি প্রবাসীর অনেকে কর্মহীন হয়ে পড়তে পারেন। কারণ মালয়েশিয়ার মতো দেশে এখন একটি রোবট পুরো হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে সক্ষম হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশেও গার্মেন্টস ও ফার্নিচার শিল্পে অটোমেশন প্রবেশ করছে। কিন্তু আমরা এই প্রযুক্তির পেছনে যারা কাজ করবে—তাদের তৈরি করছি না। বুয়েটসহ কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত না।
এসএফ