ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় সঙ্গীতের প্রেম নয়, মূলত দিল্লীপ্রেমিরা ভারত মাতার বিলাপ করতে পারছে এই ইস্যুতে: হাবিবুর রহমান

প্রকাশিত: ১৩:৩৭, ১৬ মে ২০২৫; আপডেট: ১৩:৩৭, ১৬ মে ২০২৫

জাতীয় সঙ্গীতের প্রেম নয়, মূলত দিল্লীপ্রেমিরা ভারত মাতার বিলাপ করতে পারছে এই ইস্যুতে: হাবিবুর রহমান

ছবিঃ সংগৃহীত

ইসলামিক স্কলার হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে জাতীয় সংগীত নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন, "জাতীয় সংগীতের প্রেম নয়, মূলত দিল্লীপ্রেমিরা এই একটা ইস্যু নিয়ে ভারত মাতার বিলাপ করতে পারছে।"

মিসবাহ আরো বলেন, "জাতীয় সংগীত যদি আগের মতো থাকে বা নতুন কিছু হয়, তাতে দেশের কোনো মূলগত পরিবর্তন হবে না। এতে কোনো ব্যক্তির ভাগ্যও ঘুরবে না। তবে, একটি দেশের সিগনেচার সংগীতে বিপ্লবী ভাব থাকা প্রয়োজন, যা মানুষের হৃদয় ও মনকে উজ্জীবিত করবে এবং শত্রুর মোকাবেলায় সাহস ও শক্তি যোগাবে।"

তিনি আরও যুক্তি দেখান যে, জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত কয়েকটি কারণে:
১. বাংলাদেশবিদ্বেষী ভিনদেশী কবির রচিত গান।
২. দেশ গঠনের পূর্বে রচিত গান।
৩. বাংলাদেশের জন্য এই সংগীত বানানো হয়নি।
৪. ২৪ সালের অভ্যুত্থানের পর নতুন দেশ, নতুন সংগীতের প্রয়োজন।

 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1Fj6ahwEWf/

মারিয়া

×