ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

হানিমুনেও নাকি মাকে নিয়া যাইতে হয়: প্রশ্ন প্রভার

প্রকাশিত: ২২:৪৯, ১৫ মে ২০২৫

হানিমুনেও নাকি মাকে নিয়া যাইতে হয়: প্রশ্ন প্রভার

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, "হানিমুনেও নাকি মাকে নিয়ে যেতে হয়! বাইরে গেলে মার হাত ধরে ঘুরতে হয়! আর বউয়ের রান্না ভালো হলে, সেই তরকারির পাতিলটাই উল্টে ফেলে দেয়া হয়!"

এই ব্যঙ্গাত্মক পোস্টে কার উদ্দেশে অভিনেত্রী এমন কথা লিখেছেন, তা ভক্তদের বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি। অনেকেই মনে করছেন, তিনি পরোক্ষভাবে র‍্যাব কর্মকর্তা পলাশ সাহার মা আরতি সাহার দিকেই ইঙ্গিত করেছেন।

প্রভার স্ট্যাটাস ঘিরে আলোচনা আরও তীব্র হয় যখন পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা সম্প্রতি গণমাধ্যমে মুখ খুলে তার পারিবারিক জীবনের নানা দুঃখগাঁথা প্রকাশ করেন। এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, “

ওর (পলাশ সাহা) মা আমাকে সংসার করতে দেয়নি। আমার স্বামী আমার হাতের রান্না ভালো খেতো বলে আমার শাশুড়ি আমার রান্নাবান্না করা বন্ধ করে দিলো। আমার শাশুড়ির পরিকল্পনা ছিলো ছেলে বিয়ে করবে, তাড়াতাড়ি বাচ্চা হয়ে যাবে, বউ সংসার আর বাচ্চা নিয়ে থাকবে, আর সে তার ছেলেকে নিয়ে থাকবে।

শুধু তাই নয়, সুস্মিতা সাহা আরও দাবি করেন- বিয়ের ৬-৭ মাস পর থেকে পলাশকে বলা শুরু করি, কোনো সমস্যা বা তোমার মানসিকতা এমন কেন, তুমি পছন্দ করে এনেছো, আমি তো হেঁটে আসিনি। তোমার কি ইচ্ছা করে না, বউকে নিয়ে একটু থাকি বা বউকে আলাদা করে একটু সময় দেই। কিন্তু ও বলতো বউকে আলাদা করে সময় দেয়ার কি আছে, মা আছে, আমি আছি, তুমি আছো যা করবো একসঙ্গে করবো। বউকে তো রাতে ভালোবাসা যাবে, রাতে তো বউয়ের সঙ্গে ঘুমাই, তখনই ভালোবাসবো। কিন্তু আমি বলতাম বউকে কি শুধু রাতে ভালোবাসার জন্য, ঘুমানোর জন্য বিয়ে করে, বউয়ের কোন শখ আহ্লাদ থাকে না।”

এই মন্তব্যগুলো সামনে আসার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় বিতর্কের ঝড়। অনেকেই পলাশের মায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ কেউ আবার মনে করেন, পলাশের মানসিক অবস্থাও দায়ী ছিল তার জীবনের এমন করুণ পরিণতির পেছনে।

এই বিতর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রভা যে স্ট্যাটাসটি দেন, তা আরও বিতর্ক উসকে দেয়। নেটিজেনদের কেউ কেউ তার সমর্থনে মন্তব্য করেন, আবার কেউ পলাশের মায়ের পক্ষ নিয়েও মত দেন।

নুসরাত

×