
ইসলামে অলংকার পরিধান সম্পর্কিত বিধান শুধু নারীদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে নির্দিষ্ট দিকনির্দেশনা। বিশেষ করে আংটি ব্যবহারে রয়েছে স্পষ্ট নির্দেশনা ও সীমাবদ্ধতা। অনেকেই জানতে চান, পুরুষরা আংটি পড়তে পারবে কি না? যদি শিরকী বিশ্বাস না থাকে, তাহলে কি আংটি পরিধান করা জায়েজ?
শিরকী বিশ্বাস না থাকলে পুরুষরা আংটি পড়তে পারবে কি? পুরুষদের জন্য রুপা ছাড়া অন্যান্য ধাতুর আংটি পরিধান করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে।
আব্দুল্লাহ ইবনু বুরাইদাহ রহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, একদিন এক ব্যক্তি পিতলের আংটি পরিধান করে নবীজির কাছে এলে তিনি তাকে বলেন, "আমি আপনার কাছ থেকে মূর্তির গন্ধ পাচ্ছি কেন?" এ কথা শুনে লোকটি আংটিটি ছুড়ে ফেলে দিলেন। এরপর তিনি একটি লোহার আংটি পড়ে এলে তিনি বলেন, "আমি আপনার কাছে জাহান্নামের অধিবাসীদের অলংকার দেখছি কেন?" লোকটি ওই আংটিও ছুড়ে ফেলে দিলেন এবং বললেন, "হে আল্লাহর রাসূল, তাহলে কিসের আংটি ব্যবহার করব?" তিনি বললেন, "রুপার আংটি ব্যবহার করুন। তবে তা যেন চার গ্রাম এর চেয়ে বেশি ওজনের না হয়।"
তাই পুরুষরা আংটি ব্যবহার করতে চাইলে চার গ্রাম এর কম ওজনের রুপার আংটি ব্যবহার করাই উত্তম। তবে রুপা ছাড়া অন্যান্য ধাতু, যেমন স্বর্ণ, হীরা, লোহা, পিতল ইত্যাদি ধাতুর আংটি ব্যবহার করা থেকে পুরুষদের বিরত থাকা উচিত।
ইসলামের দৃষ্টিতে অলংকার ব্যবহারে পরিমিতি ও সতর্কতা গুরুত্বপূর্ণ। আংটি পরিধানকে ব্যক্তিগত স্টাইল বা পছন্দের বিষয় মনে করলেও, ইসলাম এ বিষয়ে নির্দিষ্ট নিয়ম ও নবীর (স.) নির্দেশনার প্রতি গুরুত্ব দিয়েছে। পুরুষদের আংটি ব্যবহারেও তাই সেই বিধান অনুসরণ করাই শ্রেয়।
সূত্র:https://tinyurl.com/mryxvu99
আফরোজা