
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন সিঁদুর’-কে প্রকাশ্যে সমর্থন জানিয়ে বিপাকে পড়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। মাত্র একদিনেই তিনি হারিয়েছেন এক লক্ষের বেশি ফলোয়ার। শুধু আলিয়া নন, এই তালিকায় রয়েছেন আরও কয়েকজন তারকা—অজয় দেবগন, কার্তিক আরিয়ান, সারা আলি খান, জাহ্নবী কাপুর প্রমুখ।
ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার মধ্যে যখন দেশজুড়ে সামরিক কৌশলের নানা আলোচনা চলছে, ঠিক তখনই একাধিক বলিউড তারকা যুদ্ধকে উসকে দিয়ে ভারতের পক্ষে একচেটিয়া সমর্থন জানাচ্ছেন। কিন্তু দক্ষিণ এশিয়ার বিশাল দর্শকগোষ্ঠী—বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানের দর্শকরা—এই অবস্থানকে ভালোভাবে নিচ্ছেন না। এর ফলেই শুরু হয়েছে ‘আনফলো’ ঝড়।
এই ঝড়ে আলিয়া ভাট হারিয়েছেন প্রায় ১ লক্ষ ফলোয়ার, কার্তিক আরিয়ান প্রায় ৬০ হাজার এবং অজয় দেবগন প্রায় ২০ হাজার।
তবে শুধু ফলোয়ার কমা নিয়েই উদ্বেগ নয়—কারণ সামাজিক মাধ্যমে ফলোয়ারের সংখ্যা নির্ধারণ করে ব্র্যান্ড এনডোর্সমেন্ট, বিজ্ঞাপন চুক্তি ও তারকাদের বাজারমূল্য। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে—আলিয়া ও অন্যান্য তারকাদের ক্যারিয়ারে কি প্রভাব ফেলবে এই ‘ডিজিটাল ক্ষয়’?
বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশেও বলিউড তারকাদের রয়েছে বিপুল সংখ্যক অনুরাগী। কিন্তু ভারতীয় সামরিক অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় অনেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন তাদের দিক থেকে। একইভাবে টালিউড তারকারাও পড়েছেন এই সংকটের মুখে, কারণ তাদেরও উল্লেখযোগ্য ফ্যানবেস রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানে।
সূত্র: https://www.youtube.com/watch?v=3kX7lFypdyM
এএইচএ