ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

‘এই আন্দোলন কাকরাইলে সীমাবদ্ধ থাকবে না’: জবি শিক্ষক

প্রকাশিত: ১৩:০৬, ১৬ মে ২০২৫

‘এই আন্দোলন কাকরাইলে  সীমাবদ্ধ থাকবে না’: জবি শিক্ষক

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রইছ উদদীন বলেছেন, "যতদিন না আমাদের দাবি পূর্ণরূপে মেনে নেওয়া হচ্ছে, ততদিন আমাদের আন্দোলন থামবে না। যদি সরকার আমাদের ওপর অত্যাচার চালানোর চেষ্টা করে, তবে আমরা তা প্রতিহত করব। এই আন্দোলন কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না, কোথায় যাবে তা কেউ জানে না, তবে আমরা আমাদের দায়িত্ব নেব।"

তিনি আরও বলেন, "আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক এবং আমাদের জীবন-মরণের সঙ্গে সম্পর্কিত। সরকার যদি আমাদের দাবি পূর্ণভাবে মেনে না নেয়, তবে আমরা এক চুল পরিমাণ পিছু হটব না। যদি আমাদের কেউ ক্ষতিগ্রস্ত হয়, আমরা সবাই সেই ক্ষতি মেনে নিতে প্রস্তুত।"

এসময় তিনি সরকারের শীর্ষ নেতৃত্বের প্রতি আবেদন জানিয়ে বলেন, "আপনারা যদি নোবেল বিজয়ী হয়ে মানুষের দুর্দশা না দেখে চুপ থাকেন, তবে আমাদের জন্য এটি অত্যন্ত দুঃখজনক। আপনারা আমাদের অভিভাবক, আমাদের সুরক্ষা নিশ্চিত করুন।"

অধ্যাপক রইছ উদদীন আরও বলেন, "এই আন্দোলন যদি আমার অনুপস্থিতিতেও চলে, তবে আমার পরবর্তী নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে। আমি আশা করি, আমাদের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করবেন।"

তিনি শেষবারের মতো আন্দোলনকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, "আমাদের সঙ্গে থাকবেন, আন্দোলন সফল হবে।"

তথ্যসূত্রঃ https://youtu.be/dZgD_viHagE?si=Gpm81bFPSZpeAnWH

মারিয়া

×